Monday, September 24, 2012

আইসিবির

আইসিবির ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
 শেয়ার মালিকদের জন্য এবার ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

২০১২ সালের ৩০ জুনকে সমাপনী বছর ধরে এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে আইসিবির পরিচালনা পরিষদ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইসিবির সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২০ অক্টোবর বেলা ১১টায়, হোটেল পূর্বাণীতে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।

ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, সমাপনী বছরে আইসিবির ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১৩৭ টাকা ০৬ পয়সা এবং শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৬৯ টাকা ৯৮ পয়সা। 

No comments:

Post a Comment