Monday, September 24, 2012

হেল্পলাইন নিরাপদ রাখুন আপনার ফেসবুক

অসতর্কতার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। অনেক সময় ফেসবুকে অপরিচিত বন্ধুদের মাধ্যমে প্ররোচিত হয়ে সন্দেহজনক লিংকে ক্লিক করলে ফেসবুক হ্যাকিং হতে পারে। তবে নিরাপত্তাব্যবস্থা শক্ত করে হ্যাকিংয়ের আশঙ্কা দূর করা যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল না দুর্বল তা আপনি যাচাই করে নিতে পারেন। এ জন্য ফেসবুকে লগইন করে www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল হয় তাহলে Strong (সবুজ রং চিহ্নিত) লেখা থাকবে। যদি নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয় তাহলে low (লাল রং চিহ্নিত) লেখা থাকবে। এ রকম নিরাপত্তাব্যবস্থা সবল করার জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে। প্রথম অপশন থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক মেইল যোগ করবেন। দ্বিতীয় অপশনে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল ফোন নম্বর যোগ করতে হবে। তৃতীয় অপশনে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন। মনে রাখবেন, হ্যাকাররা সাধারণত প্রথমে ই-মেইল আইডি হ্যাক করার চেষ্টা করে। ওই ধাপগুলো পূরণ করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হলেও তা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে। এ ছাড়া ওপরে ডানে Account /Account Settings/Account Security- অপশনে গিয়ে ডান পাশের change অপশনের চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ করুন। এরপর থেকে ফেসবুকে লগইন করলে Name New Computer নামে একটি পেজ আসবে। এখানে কম্পিউটারের যেকোনো একটি নাম দিয়ে Continue বাটনে ক্লিক করুন। এখন থেকে আপনার ফেসবুক আইডি লগইন করলে আপনার ই-মেইল এবং মোবাইল নম্বরে (যদি মোবাইল অপারেটর ফেসবুক এসএমএস সাপোর্ট করে) একটি বার্তা আসবে। ওই বার্তাতে লেখা থাকবে সর্বশেষ কখন কোন সময় কোন নাম দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগইন করা হয়েছে। যদি আপনি ওই নাম দিয়ে ফেসবুকে লগইন করে না থাকেন, তাহলে দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলুন। নিরাপত্তার জন্য আপনি আরও কিছু বিষয় খেয়াল করতে পারেন। যেমন, ফেসবুকে কেউ আপনাকে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করতে বললে সে লিংকে ক্লিক করবেন না। ফেসবুক প্রোফাইলে অপ্রয়োজনীয় অথবা সন্দেহজনক কোনো Application যোগ করবেন না। ফেসবুক Application কিছু কিছু স্প্যাম ছড়িয়ে দিতে ভূমিকা রাখে । আপনার প্রোফাইলে যোগ করা এর তালিকা account/privacy settings/edit your settings (application and website) অপশনে গিয়ে দেখতে পারবেন। এখানে app you use ট্যাবের Remove অপশনে ক্লিক করুন এবং সন্দেহজনক Application তালিকা থেকে বাদ দিয়ে দিন।

গাড়ি চালানোর সময় বার্তা পাঠানো রোধে অ্যাপস


গাড়ি চালানোর সময় চালকদের মুঠোফোন থেকে বার্তা পাঠানো রোধে বিশেষ অ্যাপস তৈরি করেছে ১১ বছরের বালিকা ভিক্টোরিয়া ওয়াকার। আর এ অ্যাপস তৈরি করে পুরস্কার হিসেবে সে জিতে নিয়েছে ২০ হাজার ডলার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এসব বিষয়ে সচেতনতামূলক একটি প্রচারণা পরিচালনা করে থাকে। ইট ক্যান ওয়েট (www.itcanwait.com) নামের এ প্রচারণার অংশ হিসেবেই এ পুরস্কার জেতে ভিক্টোরিয়া। এ প্রচারণায় নানা ধরনের কার্যক্রমের জন্য গত মাসে অনুষ্ঠিত হয় বিশেষ হ্যাকাথন। যেখানে আগ্রহীরা নিজেদের তৈরি সচেতনতামূলক নানা ধরনের বিষয় তৈরি করে। আর এ আয়োজনের আনুষ্ঠানিক ফলাফল হিসেবে বিশেষ এ অ্যাপস নির্মাতাকে পুরস্কৃত করা হয়।
রোড ডগ নামের এ অ্যাপসটি ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। এর মধ্যে কেউ গাড়ি চালানোর সময় মুঠোবার্তা আদান-প্রদান করছে কি না সে ব্যাপারেও লক্ষ রাখতে পারে। এ ভাগের মধ্যে যদি কোনো বন্ধু গাড়ি চালানোর সময় মুঠোবার্তা আদান-প্রদান করে, তখন প্রাপক বার্তার শুরুতে কুকুরের ডাক শুনতে পাবে। এটি মূলত গাড়িচালক সাবধান না হওয়া পর্যন্ত এ ডাক চলতে থাকবে। এ অ্যাপটি ডিজাইনার ডেভিড গ্রাউর সঙ্গে মিলে তৈরি করেছে ভিক্টোরিয়া। পরিসংখ্যানে দেখা গেছে, দুর্ঘটনার নানা কারণের মধ্যে একটি হচ্ছে গাড়ি চালানো অবস্থায় কথা বলা এবং এসএমএস করা। এর ফলে প্রতিনিয়ত ভয়ংকর সব দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিও হচ্ছে।
এসব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতেই এটিঅ্যান্ডটির এ ধরনের উদ্যোগ। খুব শিগগিরই অ্যাপলের আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনে এ অ্যাপসটি পাওয়া যাবে বলে জানা গেছে।

আইসিবির

আইসিবির ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
 শেয়ার মালিকদের জন্য এবার ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

২০১২ সালের ৩০ জুনকে সমাপনী বছর ধরে এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে আইসিবির পরিচালনা পরিষদ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আইসিবির সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২০ অক্টোবর বেলা ১১টায়, হোটেল পূর্বাণীতে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ অক্টোবর।

ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী, সমাপনী বছরে আইসিবির ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১৩৭ টাকা ০৬ পয়সা এবং শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭৬৯ টাকা ৯৮ পয়সা। 

ইউনাইটেড এয়ারওয়েজের

ইউনাইটেড এয়ারওয়েজের ১৫% স্টক লভ্যাংশ ঘোষণা
ঢাকা, সেপ্টেম্বর ২৪  শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ইউনাইটেড এয়ারএর সাধারণ সভা (এজিএম) আগামী ৬ নভেম্বর বেলা ১০ টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার- ২ এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।

ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৯ পয়সা। 

Monday, August 27, 2012

চবি’র সম্মান

চবি’র সম্মান ভর্তি পরীক্ষা শুরু ১১ নভেম্বর

চট্টগ্রাম, অগাস্ট ১৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে।

চবি ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১২-১৩ শিক্ষাবর্ষে মোট ন’টি ইউনিটের মাধ্যমে সাতটি অনুষদের সব বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি

১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় (ব্যবসায় প্রশাসন অনুষদ) ‘সি-১’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। ওই দিন দুপুর আড়াইটায় ‘সি-২’ (মানবিক) ও ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে।

১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদের ‘এইচ-১-৩’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের ‘জি-ইউনিট’ এর পরীক্ষা শুরু।

১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ‘এফ’ ইউনিটের পরীক্ষা।

১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি-১’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘আই’ ইউনিটের পরীক্ষা শুরু।

১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আইন অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা শুর হবে।

১৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি২, বি-৩, বি-৪, বি-৫ ও বি-৭’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ‘বি-৬’ ইউনিটের পরীক্ষা শুরু।

১৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি-১, ডি-২ ও ডি-৩’ ইউনিটের পরীক্ষা।

ভর্তির আবেদনে করণীয়

টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পাশের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পাশের সাল স্পেস কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

কোটা থাকলে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে।

তখন CU স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এর পর আগামী ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) এ প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনে যোগ্যতা

‘এ’, ‘ই’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যুনতম মোট জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে এবং কোন পরীক্ষায় ৩ পয়েন্ট’র নিচে নয়।

অন্যদিকে ‘সি’ ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে নয়।

এছাড়াও ‘বি’ ও ‘ডি’ ইউনিটে জিপিএ ৬ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই জিপিএ ৩ পয়েন্টের কম নয়।

এছাড়া ‘এফ’ ইউনিট জিপিএ-৭.০০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে নয়।

প্রতিটি ইউনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সময় দেয়া হবে ১ ঘন্টা।

প্রতি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর (নেগেটিভ মার্কিং) কাটা যাবে।

ভর্তির তথ্য জানতে

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) এ পাওয়া যাবে।

এছাড়া যেকোনো প্রয়োজনে হেলপ লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

এ ইউনিট- ০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬, সি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯, এফ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০, জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১, এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২ এবং আই ইউনিট- ০১৫৫৫৫৫৫১৫৬।

জগন্নাথে ভর্তির আবেদন

জগন্নাথে সোমবার থেকে ভর্তির আবেদন গ্রহণ

জবি, অগাস্ট ২৬, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন গ্রহণ সোমবার থেকে শুরু হচ্ছে।

২৭ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ৩৫০ টাকায় আবেদন করা যাবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বছর চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে।

Friday, July 27, 2012

Bangladesh Newspaper

All Bangladesh Newspaper

Bangladesh is really a sovereign condition situated in South Asia. It's outlined by India and Burma by the Bay of Bengal towards the south. The main city is Dhaka, situated in central Bangladesh. The state condition language is Bengali. The title Bangladesh means "Land of Bengal" or "Country of Bengal" within the Bengali language, from Bangla "Bengal" and desh holding a dual concept of "Land" and "Country".
The edges of present-day Bangladesh were established using the partition of Bengal throughout the reign and demise from the British India. Its map was chartered by Mister Cyril Radcliffe throughout the development of Pakistan and India in 1947, once the region grew to become East Pakistan, area of the recently created nation of Pakistan. Because of political exclusion and economic exploitation through the politically dominant West Pakistan, popular agitation increased against West Pakistan and brought towards the Bangladesh Liberation War in 1971, following the Bangladeshi Promise of Independence on 26 March 1971. Using the intervention from the Indian Military, the war found a finish on 16 December 1971 using the surrender from the Pakistan Military at Ramna Race Track.
Bangladesh is really a parliamentary democracy, by having a chosen parliament known as the Jatiyo Sangshad. It's the ninth-most populous country and one of the most densely populated nations on the planet. Much like within the relaxation of South Asia the poverty rate dominates, even though the United Nations has acclaimed Bangladesh for achieving tremendous progress in human development. Geographically, the nation straddles the fertile Ganges-Brahmaputra Delta and it is susceptible to annual monsoon surges and cyclones.
The nation shows up one of the Next Eleven financial systems. It's a founding person in the South Asian Association for Regional Cooperation, BCIM, the D-8 and BIMSTEC, and part of the Commonwealth of Nations, the Organization of Islamic Cooperation and also the Non-Aligned Movement. However, Bangladesh is constantly on the face numerous major challenges, including common political and bureaucratic corruption, common poverty, as well as a growing danger of hydrologic shocks triggered by environmental vulnerability to global warming.