Monday, August 27, 2012

চবি’র সম্মান

চবি’র সম্মান ভর্তি পরীক্ষা শুরু ১১ নভেম্বর

চট্টগ্রাম, অগাস্ট ১৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে।

চবি ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১২-১৩ শিক্ষাবর্ষে মোট ন’টি ইউনিটের মাধ্যমে সাতটি অনুষদের সব বিভাগ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি

১১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় (ব্যবসায় প্রশাসন অনুষদ) ‘সি-১’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। ওই দিন দুপুর আড়াইটায় ‘সি-২’ (মানবিক) ও ‘সি-৩’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা হবে।

১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদের ‘এইচ-১-৩’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের ‘জি-ইউনিট’ এর পরীক্ষা শুরু।

১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা। দুপুর আড়াইটায় ইনস্টিটিউট অব ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ‘এফ’ ইউনিটের পরীক্ষা।

১৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি-১’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘আই’ ইউনিটের পরীক্ষা শুরু।

১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আইন অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা শুর হবে।

১৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কলা ও মানববিদ্যা অনুষদের ‘বি২, বি-৩, বি-৪, বি-৫ ও বি-৭’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটায় ‘বি-৬’ ইউনিটের পরীক্ষা শুরু।

১৮ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় শুরু হবে সমাজ বিজ্ঞান অনুষদের ‘ডি-১, ডি-২ ও ডি-৩’ ইউনিটের পরীক্ষা।

ভর্তির আবেদনে করণীয়

টেলিটকের প্রিপেইড মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে CU স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পাশের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পাশের সাল স্পেস কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

কোটা থাকলে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে।

তখন CU স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এর পর আগামী ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) এ প্রবেশপত্র ডাউনলোডের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভর্তি পরীক্ষায় আবেদনে যোগ্যতা

‘এ’, ‘ই’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যুনতম মোট জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে এবং কোন পরীক্ষায় ৩ পয়েন্ট’র নিচে নয়।

অন্যদিকে ‘সি’ ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে নয়।

এছাড়াও ‘বি’ ও ‘ডি’ ইউনিটে জিপিএ ৬ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই জিপিএ ৩ পয়েন্টের কম নয়।

এছাড়া ‘এফ’ ইউনিট জিপিএ-৭.০০ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে নয়।

প্রতিটি ইউনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সময় দেয়া হবে ১ ঘন্টা।

প্রতি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর (নেগেটিভ মার্কিং) কাটা যাবে।

ভর্তির তথ্য জানতে

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) এ পাওয়া যাবে।

এছাড়া যেকোনো প্রয়োজনে হেলপ লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

এ ইউনিট- ০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬, সি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯, এফ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০, জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১, এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২ এবং আই ইউনিট- ০১৫৫৫৫৫৫১৫৬।

জগন্নাথে ভর্তির আবেদন

জগন্নাথে সোমবার থেকে ভর্তির আবেদন গ্রহণ

জবি, অগাস্ট ২৬, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির আবেদন গ্রহণ সোমবার থেকে শুরু হচ্ছে।

২৭ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে সার্ভিস চার্জসহ মোট ৩৫০ টাকায় আবেদন করা যাবে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বছর চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.jnu.ac.bd তে পাওয়া যাবে।