Monday, July 29, 2013

Hendie Movie Shootout at Wadala



Shootout at Wadala is a 2013 Bollywood crime thriller film written and directed by Sanjay Gupta. It is a prequel to the 2007 hit Shootout at Lokhandwala, and it is the second installment of the Shootout series. It is based on the book Dongri to Dubai. The film features John Abraham, Anil Kapoor, Kangna Ranaut, Tusshar Kapoor, Manoj Bajpai and Sonu Sood in lead roles. The film dramatizes the first-ever registered encounter by Mumbai police, where gangster Manya Surve was shot dead, which took place at the junction next to Dr. Ambedkar college, Wadala, Mumbai on 11 January 1982.
The film was expected to release on 1 May 2013, but was postponed, and release on 3 May 2013, the date which marks 100 years in Bollywood.The film released with positive reviews from critics and good box-office collections.The film was declared a "hit" by Box-Office India after its 3-week run.

Friday, March 29, 2013

mobail shell

  SHELL 
CDMA, VX9700 LG NEW Mobail
 

 



 


SHELL Prise:5000/= Taka
Contact No:-01716443099 (Kushtia )

 
 
 
Bottom Line
The LG Dare is the best multimedia phone that Verizon Wireless has ever released, and it's certainly the most fun to use.


PROS:
Fun, easy-to-use interface. Top-notch media player. Good Web browser. Excellent camera and video modes. Stellar battery life—one of the longest we've seen for a Verizon phone.

CONS:
No PIM synchronization with PCs.

BOTTOM LINE:
The LG Dare is the best multimedia phone that Verizon Wireless has ever released, and it's certainly the most fun to use.

FULL REVIEW:
When you're finished watching the video, read more about the LG Dare.
 
 

 

Monday, September 24, 2012

হেল্পলাইন নিরাপদ রাখুন আপনার ফেসবুক

অসতর্কতার কারণে অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। অনেক সময় ফেসবুকে অপরিচিত বন্ধুদের মাধ্যমে প্ররোচিত হয়ে সন্দেহজনক লিংকে ক্লিক করলে ফেসবুক হ্যাকিং হতে পারে। তবে নিরাপত্তাব্যবস্থা শক্ত করে হ্যাকিংয়ের আশঙ্কা দূর করা যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল না দুর্বল তা আপনি যাচাই করে নিতে পারেন। এ জন্য ফেসবুকে লগইন করে www.facebook.com/update_security_info.php?wizard= 1&src=netego ঠিকানায় যান। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল হয় তাহলে Strong (সবুজ রং চিহ্নিত) লেখা থাকবে। যদি নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয় তাহলে low (লাল রং চিহ্নিত) লেখা থাকবে। এ রকম নিরাপত্তাব্যবস্থা সবল করার জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে। প্রথম অপশন থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক মেইল যোগ করবেন। দ্বিতীয় অপশনে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল ফোন নম্বর যোগ করতে হবে। তৃতীয় অপশনে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন। মনে রাখবেন, হ্যাকাররা সাধারণত প্রথমে ই-মেইল আইডি হ্যাক করার চেষ্টা করে। ওই ধাপগুলো পূরণ করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হলেও তা পুনরুদ্ধারের সম্ভাবনা থাকবে। এ ছাড়া ওপরে ডানে Account /Account Settings/Account Security- অপশনে গিয়ে ডান পাশের change অপশনের চেকবক্সগুলোতে টিক চিহ্ন দিয়ে সেভ করুন। এরপর থেকে ফেসবুকে লগইন করলে Name New Computer নামে একটি পেজ আসবে। এখানে কম্পিউটারের যেকোনো একটি নাম দিয়ে Continue বাটনে ক্লিক করুন। এখন থেকে আপনার ফেসবুক আইডি লগইন করলে আপনার ই-মেইল এবং মোবাইল নম্বরে (যদি মোবাইল অপারেটর ফেসবুক এসএমএস সাপোর্ট করে) একটি বার্তা আসবে। ওই বার্তাতে লেখা থাকবে সর্বশেষ কখন কোন সময় কোন নাম দিয়ে আপনার ফেসবুক আইডিটি লগইন করা হয়েছে। যদি আপনি ওই নাম দিয়ে ফেসবুকে লগইন করে না থাকেন, তাহলে দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড বদলে ফেলুন। নিরাপত্তার জন্য আপনি আরও কিছু বিষয় খেয়াল করতে পারেন। যেমন, ফেসবুকে কেউ আপনাকে সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করতে বললে সে লিংকে ক্লিক করবেন না। ফেসবুক প্রোফাইলে অপ্রয়োজনীয় অথবা সন্দেহজনক কোনো Application যোগ করবেন না। ফেসবুক Application কিছু কিছু স্প্যাম ছড়িয়ে দিতে ভূমিকা রাখে । আপনার প্রোফাইলে যোগ করা এর তালিকা account/privacy settings/edit your settings (application and website) অপশনে গিয়ে দেখতে পারবেন। এখানে app you use ট্যাবের Remove অপশনে ক্লিক করুন এবং সন্দেহজনক Application তালিকা থেকে বাদ দিয়ে দিন।

গাড়ি চালানোর সময় বার্তা পাঠানো রোধে অ্যাপস


গাড়ি চালানোর সময় চালকদের মুঠোফোন থেকে বার্তা পাঠানো রোধে বিশেষ অ্যাপস তৈরি করেছে ১১ বছরের বালিকা ভিক্টোরিয়া ওয়াকার। আর এ অ্যাপস তৈরি করে পুরস্কার হিসেবে সে জিতে নিয়েছে ২০ হাজার ডলার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এসব বিষয়ে সচেতনতামূলক একটি প্রচারণা পরিচালনা করে থাকে। ইট ক্যান ওয়েট (www.itcanwait.com) নামের এ প্রচারণার অংশ হিসেবেই এ পুরস্কার জেতে ভিক্টোরিয়া। এ প্রচারণায় নানা ধরনের কার্যক্রমের জন্য গত মাসে অনুষ্ঠিত হয় বিশেষ হ্যাকাথন। যেখানে আগ্রহীরা নিজেদের তৈরি সচেতনতামূলক নানা ধরনের বিষয় তৈরি করে। আর এ আয়োজনের আনুষ্ঠানিক ফলাফল হিসেবে বিশেষ এ অ্যাপস নির্মাতাকে পুরস্কৃত করা হয়।
রোড ডগ নামের এ অ্যাপসটি ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। এর মধ্যে কেউ গাড়ি চালানোর সময় মুঠোবার্তা আদান-প্রদান করছে কি না সে ব্যাপারেও লক্ষ রাখতে পারে। এ ভাগের মধ্যে যদি কোনো বন্ধু গাড়ি চালানোর সময় মুঠোবার্তা আদান-প্রদান করে, তখন প্রাপক বার্তার শুরুতে কুকুরের ডাক শুনতে পাবে। এটি মূলত গাড়িচালক সাবধান না হওয়া পর্যন্ত এ ডাক চলতে থাকবে। এ অ্যাপটি ডিজাইনার ডেভিড গ্রাউর সঙ্গে মিলে তৈরি করেছে ভিক্টোরিয়া। পরিসংখ্যানে দেখা গেছে, দুর্ঘটনার নানা কারণের মধ্যে একটি হচ্ছে গাড়ি চালানো অবস্থায় কথা বলা এবং এসএমএস করা। এর ফলে প্রতিনিয়ত ভয়ংকর সব দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানিও হচ্ছে।
এসব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতেই এটিঅ্যান্ডটির এ ধরনের উদ্যোগ। খুব শিগগিরই অ্যাপলের আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনে এ অ্যাপসটি পাওয়া যাবে বলে জানা গেছে।